যশোরে এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ১৭০ টাকা বেড়েছে। শনিবার ( ৪ অক্টোবর) শহরের বড় বাজারে গিয়ে দেখা গেছে, খুচরা বাজারে মানভেদে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা। যা গতকাল ছিল ২৮০ থেকে ২৯০ টাকা।টানা বৃষ্টিতে ফসল নষ্ট হওয়া মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তবে কৃষি বিভাগ বলছে, এখন কাঁচামরিচের ট্রানজিশন পিরিয়ড হওয়ায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।কাঁচামরিচ ব্যবসায়ী রানা গাজী জানান, বাজারে এখন দেশি কাঁচা মরিচের তীব্র ঘাটতি। আজ পাইকারিতেই মানভেদে ৪৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। তবে খুচরা বাজারে পূর্বে মজুতকৃত মরিচের দাম কিছুটা কম। যদি দ্রুত আমদানি (এলসি) না আসে, তবে এ দাম হাজার ছাড়িয়ে যেতে পারে।আরেক ব্যবসায়ী দিপু বিশ্বাস আশঙ্কা প্রকাশ করে বলেন, বৃষ্টি যদি অব্যাহত থাকে, তবে ফসলের ক্ষতি আরও বাড়বে এবং দাম আরও বেড়ে...