মহাকাশে ডেটা স্টোর বানানো সম্ভব বলে মনে করেন মার্কিন ই-কমার্স ও ক্লাউড কম্পিউটিং কোম্পানি অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান জেফ বেজোস। শুক্রবার তিনি বলেছেন, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে গিগাওয়াট-সক্ষমতার ডেটা সেন্টার মহাকাশে নির্মিত হবে। এসব মহাকাশভিত্তিক ডেটা সেন্টার একসময় পৃথিবীর বিভিন্ন ডেটা সেন্টারের চেয়ে ভালোভাবে কাজ করবে। কারণ, মহাকাশে রয়েছে অফুরন্ত ও নিরবচ্ছিন্ন সৌরশক্তি, যা এসব কেন্দ্র চালাতে বড় ধরনের সুবিধা দেবে। বড় আকারের বিভিন্ন ডেটা সেন্টারের সংখ্যা দ্রুত বাড়ছে। গোটা বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহারও দিন দিন বেড়ে চলেছে। ফলে বিদ্যুৎ ও পানির চাহিদাও ব্যাপক হারে বাড়ছে। কারণ এসব ডেটা সেন্টারের সার্ভার ঠান্ডা রাখতে প্রচুর পানি ও শক্তির প্রয়োজন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। ইটালির তুরিন শহরে অনুষ্ঠিত ‘ইটালিয়ান টেক উইক’-এ ‘ফেরারি’ ও ‘স্টেলান্টিস’-এর...