ব্যর্থতা আষ্টেপৃষ্টে জেঁকে বসলেও এতদিন যেন আত্মবিশ্বাসীই ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন অ্যামুরি। সবশেষ ম্যাচে হারের পরও বলেছিলেন, নিজের ভবিষ্যৎ নিয়ে কোনোরকম দুর্ভাবনা নেই তার। তবে, সপ্তাহ ঘুরতেই যেন পাল্টে গেল পরিস্থিতি। কঠিন বাস্তবতা বুঝতে পেরে বললেন, কাঙ্ক্ষিত ফল না মিললে তাকে ছাঁটাই করা হতে পারে। গত মৌসুমটা ভীষণ বাজে কাটানোর পর এবার ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন পর্তুগিজ এই কোচ। কিন্তু দলটির মাঠের পারফরম্যান্সে উন্নতির কোনো আভাস নেই। প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে হেরে আসর শুরু করা দলটি প্রথম ছয় রাউন্ডে জিততে পেরেছে মাত্র দুটি ম্যাচ। সঙ্গে একটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৪ নম্বরে নেমে গেছে তারা। মাঝে চতুর্থ সারির দলের বিপক্ষে হেরে লিগ কাপ থেকে শুরুতেই বিদায় নিয়েছে ইউনাইটেড। গত সপ্তাহে ব্রেন্টফোর্ডের বিপক্ষে হারের পর অ্যামুরি বলেছিলেন, “নিজের...