০৪ অক্টোবর ২০২৫, ০৪:০৮ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পিএম মাদাগাস্কারে সরকারবিরোধী তরুণ বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগ দাবি করছেন। দেশের বিদ্যুৎ ও পানির সংকটের কারণে শুরু হওয়া এই আন্দোলন সম্প্রতি আরও তীব্র রূপ নিচ্ছে। তবে প্রেসিডেন্ট রাজোয়েলিনা তরুণদের দাবি প্রত্যাখ্যান করেছেন এবং এটিকে তার বিরুদ্ধে বিরোধীদের অভ্যুত্থান চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করেছেন। বিদ্যুৎ ও পানির দীর্ঘমেয়াদী সংকটকে কেন্দ্র করে মাদাগাস্কারে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় ২৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে। বিক্ষোভকারীদের মধ্যে প্রায় সকলেই তরুণ, যাদের ‘জেন-জি’ নামে পরিচিত। আন্দোলনের মূল দাবি ছিল দেশের জীবনের মান উন্নত করা এবং প্রেসিডেন্ট রাজোয়েলিনার পদত্যাগ। সরকারবিরোধী এই আন্দোলন রক্তক্ষয়ী রূপ নিলে রাজোয়েলিনা গত সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন। শুক্রবার (৩ অক্টোবর) রাজধানী আন্তানানারিভোতে জেন-জি বিক্ষোভকারীরা রাস্তায় নেমে রাজোয়েলিনার পদত্যাগের...