মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিস্মিত ও হতবাক হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবরে এমন তথ্য জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক দিকে যাচ্ছে এবং তিনি ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করারও আহ্বান জানিয়েছেন। ইসরায়েলিগণমাধ্যমেরখবরেবলাহচ্ছে,নেতানিয়াহুচেয়েছিলেনহামাসেরবক্তব্যেরজবাবেইসরায়েলওযুক্তরাষ্ট্রযৌথভাবেসমন্বিতপ্রতিক্রিয়াজানাবে।যাতেহামাসেরবক্তব্যকোনোভাবেইইতিবাচকহিসেবেদেখানাযায়। নেতানিয়াহুরএঅপ্রস্তুতঅবস্থাথেকেবোঝাযাচ্ছেযে,তিনিআসলেকীভাবছেন।নেতানিয়াহুকেএখনোতারসরকারেরসঙ্গেবৈঠককরতেহবেএবংজোটেরমধ্যেএইচুক্তিনিয়েআলোচনাকরতেহবে।শেষপর্যন্তএবিষয়েভোটাভুটিহবে। তবেইসরায়েলেরবিরোধীদলীয়নেতাবলেন,নেতানিয়াহুরজন্যএকটি‘রাজনৈতিকসুরক্ষাবেষ্টনী’থাকবে।এরঅর্থহলো,নেতানিয়াহুরডানপন্থিজোটেরসদস্যরাযদিকোনোকারণেএইচুক্তিতেঅংশনিতেনাচান,তাহলেবিরোধীদলগুলোএগিয়েআসবে।তারানেতানিয়াহুরসঙ্গেমিলেজাতীয়ঐক্যেরসরকারগঠনকরতেপারে। এই জাতীয় ঐক্যের সরকার চুক্তিটি পাস করাবে এবং এরপর দেশ নতুন নির্বাচনের দিকে এগিয়ে যাবে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, বিরোধী নেতা বলেন, ‘আমরা ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যদের কাছ থেকেও খবর পাচ্ছি। তাঁরা বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট যা বলেছেন, সেটাকে তাঁরা পুরোপুরি সমর্থন করেন। এর মধ্যে গাজায় বোমাবর্ষণ বন্ধের বিষয়টিও রয়েছে। কারণ, তাঁরা আশঙ্কা করছেন, এই...