ঢাকা, এমনকি চট্টগ্রাম শহরের অনেকের কাছেই মিরসরাই যেন কেবল একটি দূরবর্তী উপজেলা। শান্ত, নিরিবিলি, মাঝেমধ্যে সংবাদপত্রে আসে কোনো কারখানা উদ্বোধন বা সড়ক দুর্ঘটনার খবর। কিন্তু আমি এর কাদামাটি মাড়িয়েছি, কৃষকের সঙ্গে কথা বলেছি, মায়েদের সঙ্গে কেঁদেছি, তরুণদের সঙ্গে স্বপ্ন দেখেছি। আমি বলতে পারি; মিরসরাই বাংলাদেশের গল্পে কোনো ফুটনোট নয়। এটি এক নতুন ফ্রন্টিয়ার, যা জেগে ওঠার অপেক্ষায় রয়েছে। ভালো করে তাকান, এটি বাংলাদেশের আগামী অর্থনৈতিক বিপ্লবের ভ্রূণ। এটি এমন এক জায়গা যেখানে পাহাড় মিলেছে সমুদ্রের সঙ্গে, উচ্চাকাঙ্ক্ষা মিলেছে প্রতিকূলতার সঙ্গে—আর সেখানে আমরা যদি আত্মতুষ্টির বদলে সাহস বেছে নিই, তবে বাংলাদেশ তার শিল্প ও অভিবাসনের গল্প নতুন করে লিখতে পারে। মিরসরাইয়ে দেশের সবচেয়ে বড় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) গড়ে উঠেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। বিনিয়োগকারীরা তা-ই দেখছেন যা অনেক রাজনীতিক...