মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হামাসকে তার প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনা গ্রহণের জন্য রোববার সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় গাজায় আরও ভয়াবহ সহিংসতা নেমে আসবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোষ্ট দিয়ে ট্রাম্প হামাসকে 'নিষ্ঠুর ও সহিংস' হিসেবে আখ্যা দেন। তিনি লিখেখেন—এটাই শেষ সুযোগ। চুক্তি যদি কার্যকর না হয়, তাহলে গাজায় এমন নরক নেমে আসবে যা ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের গুরুত্বপূর্ণ অংশগুলো হলো:হামাসকে গাজার শাসন থেকে সম্পূর্ণ সরে দাঁড়াতে হবে এবং ভবিষ্যতে সরাসরি বা পরোক্ষভাবে কোনো ভূমিকা রাখতে পারবে না।গাজাকে 'সন্ত্রাসমুক্ত ও প্রতিবেশীদের জন্য হুমকিমুক্ত অঞ্চল' হিসেবে পুনর্গঠনের প্রস্তাব রাখা হয়েছে।মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া হবে, যেখানে বর্তমানে অর্ধ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের শিকার।হামাসকে ইসরাইলি বন্দিদের মুক্তি এবং...