সদ্য সমাপ্ত সপ্তাহে (২৮ থেকে ৩০ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ার। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে। পরের অবস্থানে ব্যাংক ও ওষুধ খাতের প্রতিষ্ঠান। এই তিন খাতে লেনদেন হয়েছে ৪০ দশমিক ৫৮ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে মাত্র তিন কর্মদিবস লেনদেন হয়। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত সপ্তাহে লেনদেন হয়েছে এক হাজার ৮৬০ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন ছিল ৬২০ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা। পুঁজিবাজারে ২১টি খাতে রয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এর মধ্যে বস্ত্র, ব্যাংক ও ওষুধ রসায়ন—এই তিন খাতের ১২৮টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৭৬২ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। বাকি ১৮ খাতের ২৮৫টি প্রতিষ্ঠানে এক হাজার ৯৭ কোটি ৯৯ লাখ...