শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে ৩ দিন পর বেনাপোল-পেট্টাপোল স্থলবন্দর দিয়ে শনিবারে সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। আজ শনিবার বিকাল ৩টা পর্যন্ত বাংলাদেশি ৩৮টি ট্রাক ও ভারতীয় ৩ ট্রাক পণ্য বন্দর ইয়ার্ডের মধ্যে যাতায়াত করেছে। খোলা রয়েছে পোর্ট ও কাস্টমস। তবে লোড-আনলোড হতে দেখা যায়নি।বন্দর কর্তৃপক্ষসহ আমদানি-রপ্তানির সাথে সংশ্লিষ্টরা জানায়, পূজার ছুটি শেষে শনিবার সকাল থেকে শুরু হয়েছে আমদানি–রপ্তানি। পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে...