ভাষাসংগ্রামী, প্রাবন্ধিক ও রবীন্দ্রতত্ত্বাচার্য আহমদ রফিকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে তার ইচ্ছা অনুযায়ী মরদেহ বারডেম হাসপাতালে (ইব্রাহিম মেডিকেল কলেজ) দান করা হবে বলে জানিয়েছে তার নামে গড়া আহমদ রফিক ফাউন্ডেশন। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হলে সর্বস্তরের মানুষ, সংগঠন ও শুভানুধ্যায়ীরা আসেন তার প্রতি শ্রদ্ধা জানাতে। আহমদ রফিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রদ্ধা নিবেদন শেষে শোকযাত্রার মাধ্যমে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য তিনি মরণোত্তর দেহ দান করে গেছেন। বৃহস্পতিবার রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভাষাসংগ্রামী আহমদ রফিক। তার বয়স হয়েছিলো ৯৬ বছর। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্রনিক কিডনি ফেইলিওর, আলঝেইমার্স রোগ, পারকিনসন্স রোগ, ইলেকট্রোলাইটস...