‘যে কোনো সময় ইসরায়েলে হামলা করতে পারে ইরান। এ জন্য তেহরান প্রস্তুতি নিচ্ছে। এবারের হামলা হবে আকস্মিক। আসন্ন সুক্কুত উৎসবে মাতোয়ারা থাকার সময়ই ইরান হামলা করে বসতে পারে।’ এমন আশঙ্কায় আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে চান ইসরায়েলের বিরোধীদলীয় এমপি আভিগদর লাইবারম্যান। তার দাবি, হামলার আশঙ্কা যারা আমলে নেবে না তারা ভুল করবেন।দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিরোধীদলীয় এমপি আভিগদর লাইবারম্যান শুক্রবার সতর্ক করে বলেছেন, যারা ভাবছে ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়ে গেছে, তারা ভুল করছে এবং অন্যদেরও ভুল পথে চালাচ্ছে। ইরানিরা প্রতিদিন নিজেদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। তারা আবারও পারমাণবিক স্থাপনাগুলোয় কাজ শুরু করেছে। সাবধান থাকুন এবং আশ্রয়কেন্দ্রের কাছে থাকুন।আসন্ন সুক্কুত উৎসবের সময় ইসরায়েলিদের ওপর হামলা হতে পারে। গত জুনের যুদ্ধের পর ইরান আরও সক্ষম হয়ে উঠছে। তাই...