নিজস্ব প্রতিবেদক : দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম ফেসবুকে জানিয়েছেন, গাজা অভিমুখে যাওয়া কনশানস নামের নৌযানটি সামনে থাকা অন্য আটটি নৌযানকে ছুঁয়ে ফেলেছে। কনশানসের গতি বেশি হওয়ায় এমন হয়েছে। পরে কনশানসের গতি কমিয়ে সব নৌযান একসঙ্গে গাজার পথে এগিয়ে যাচ্ছে। কনশানস হলো আন্তর্জাতিক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (TMTG) নামক বহরের একটি জাহাজ। ফ্লোটিলা গাজায় অবরোধ ভাঙার আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ, যদিও এই বহরে খাদ্যসহায়তা নেই। শহিদুল আলম বলেছেন, থাউজেন্ড ম্যাডলিনস হলো একটি প্রতীকী প্রচেষ্টা যা বিশ্বনেতাদের নিষ্ক্রিয়তার প্রতিক্রিয়ায় সাধারণ মানুষের উদ্যোগ। এটি সবচেয়ে বড় সমুদ্রযান বহর হিসেবে বিবেচিত হচ্ছে। কনশানস জাহাজটি ইতালি থেকে ৩০ সেপ্টেম্বর রওনা দেয়, আগের আটটি নৌযান আগে রওনা হয়েছিল। যদিও কনশানস সবার শেষে রওনা দিয়েছিল, গতি বেশি হওয়ায় আগের নৌযানগুলোকে...