গাজীপুর নগরের ধীরাশ্রম এলাকায় সংঘটিত বড় ধরনের ডাকাতির ঘটনার প্রধান আসামি ও ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া ৬ নম্বর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন। সিআইডি জানায়, গত ২ অক্টোবর গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় মো. আব্দুল সোবহানের বাড়িতে সংঘটিত ওই ডাকাতির ঘটনায় ৪৮ ঘণ্টারও কম সময়ে ঘটনার রহস্য উদঘাটন ও মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই রাতে ডাকাত দল ধারালো রামদা, চাপাতি, কিরিচ, ছোরা, লোহার রড ও বড় আকারের কাটারসহ সজ্জিত অবস্থায় বাড়িতে প্রবেশ করে। তারা...