ইরান সরকার শনিবার খুজেস্তানে ছয়জনকে ফাঁসি দিয়েছে। তাদের বিরুদ্ধে কয়েক বছর আগে চার নিরাপত্তা কর্মকর্তা ও একজন ধর্মীয় নেতাকে হত্যার দায়ে মামলা হয়েছিল। দণ্ডপ্রাপ্তদের ইসরায়েলের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ রয়েছে। ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এই তথ্য জানিয়েছে, তবে দণ্ডিতদের নাম প্রকাশ করা হয়নি। ছয়জনের মধ্যে পাঁচজন ছিল খুজেস্তান প্রদেশের আরব বিচ্ছিন্নতাবাদী। তাদের বিরুদ্ধে সশস্ত্র হামলা ও বোমা হামলার অভিযোগ ছিল, যার ঘটনায় চারজন নিরাপত্তা কর্মী নিহত হয়। সপ্তম ব্যক্তি সামান মোহাম্মদী খিয়ারেহ, যিনি ২০০৯ সালে কুর্দি ধর্মীয় নেতা মামুস্তা শেখ আল-ইসলামকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। মানবাধিকার সংগঠনগুলো তার মামলা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা দাবি করেছে, খিয়ারেহ হত্যার সময় মাত্র ১৫ বা ১৬ বছর বয়সে ছিলেন, কিন্তু তাকে ১৯ বছর বয়সে গ্রেপ্তার করা হয়। ফাঁসির আগে এক দশকের...