নারীদের নিয়ে ভ্রমণ আয়োজন করা ট্যুর অপারেটর—গো গার্লসের আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে ‘বিশেষ ছাড়’ পাবেন প্রাইম ব্যাংকের নীরা গ্রাহকরা। এ বিষয়ে সম্প্রতি ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। শনিবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহকরা আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে সর্বোচ্চ ৬ শতাংশ ছাড় এবং অন্যান্য নারী কার্ডহোল্ডাররা সর্বোচ্চ ৫ শতাংশ ছাড় উপভোগ করবেন। চুক্তিতে প্রাইম ব্যাংকের ‘প্রায়োরিটি ব্যাংকিংয়ের’ প্রধান তামান্না কাদরী ও গো গার্লসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোনিয়া রেফাত সই করেন।...