গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনা আংশিকভাবে গ্রহণ করার মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস একটি নতুন দ্বার উন্মুক্ত করেছে।শনিবার (০৪ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, হামাসের দেওয়া বিবৃতি গাজায় যুদ্ধবিরতি ও শান্তির জন্য একটি সুযোগ তৈরি করেছে। এ সুযোগ হারানো যাবে না। পাকিস্তান তার অংশীদার ও ভ্রাতৃপ্রতীম দেশগুলোর সঙ্গে ফিলিস্তিনের স্থায়ী শান্তির জন্য কাজ চালিয়ে যাবে।শাহবাজের এ বক্তব্যের আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমা বর্ষণ বন্ধ করার নির্দেশ দেন। এর আগে হামাস জানিয়েছিল, প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় আটক করে নেওয়া বাকি সব জিম্মিকে ফেরত দেওয়ার...