মডেল ও অভিনেত্রী প্রীতি জান্নাত মিষ্টি; নিয়মিত কাজ করছেন চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে। শিশুশিল্পী হিসেবে ২০১২ সালে মিডিয়ায় পথ চলা শুরু হয় তার। তখন একটি চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে কাজ করেন তিনি। এরপর কাজ করেছেন একাধিক একক ও ধারাবাহিক নাটকে। যা প্রচারিত হয় বিভিন্ন টেলিভিশনে। মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত দীর্ঘ ধারাবাহিক 'দিলুর গল্প'-এ নাদিয়া চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন প্রীতি। তারপর বাংলাভিশন, চ্যানেল আই, এসএ টিভি, বিটিভিসহ বিভিন্ন টেলিভিশনের প্রচারিত ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করেছেন। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট, টিভি নাটক ও মিউজিক ভিডিও সমানতালে কাজ করে যাচ্ছেন লাস্যময়ী এ অভেনেত্রী। সর্বশেষ প্রীতি জান্নাত মিষ্টি মাহতিম শাকিব ও শফিকা নাসরিন মিমুর 'উড়ু চিঠি' শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে কাজ শেষ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন শিমুল...