দুর্গা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটির বৃদ্ধির দাবি ও কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আগামী ৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের টু ওয়ান ব্যাচের ‘টু ওয়ান’ নামে একটি ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেন তারা।আরো পড়ুন:রাস্তা বন্ধ করে দেওয়ায় বিচ্ছিন্ন মাদ্রাসা, দুর্ভোগে শিক্ষার্থীরাজাবিতে হল সংসদ নেত্রীসহ ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ, পরে প্রত্যাহার রাস্তা বন্ধ করে দেওয়ায় বিচ্ছিন্ন মাদ্রাসা, দুর্ভোগে শিক্ষার্থীরা জাবিতে হল সংসদ নেত্রীসহ ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ, পরে প্রত্যাহার এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৯ অক্টোবর পর্যন্ত সব ধরনে পরীক্ষা বন্ধ রাখার নিশ্চয়তা দিয়েছে। তবে ক্লাস বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে...