ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে ত্রাণ ও মানবিক বার্তা নিয়ে অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক উদ্যোগ ‘ফ্রিডম ফ্লোটিলা’। এই বহরের সবচেয়ে বড় জাহাজ 'কনসায়েন্স'-এ থাকা দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম শনিবার (৪ অক্টোবর) দুপুরে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, কনসায়েন্স এখন তার আগে রওনা হওয়া অন্য আটটি নৌযানের সঙ্গে যোগ দিয়েছে এবং সবগুলো জাহাজ একযোগে গাজার দিকে এগিয়ে যাচ্ছে। শহিদুল আলম জানান, উচ্চ গতিসম্পন্ন 'কনসায়েন্স' নৌযানটি সবার শেষে ৩০ সেপ্টেম্বর ইতালি থেকে যাত্রা শুরু করেছিল। তবে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে এটি বহরের সামনে থাকা অন্য আটটি নৌযানকে ছুঁয়ে ফেলেছে। এরপর বহরের সংহতি বজায় রাখতে 'কনসায়েন্স'-এর গতি কমিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ফ্রিডম কোয়ালিশনের আরও দুটি নৌকার অবস্থান এখনও নিশ্চিত নয়। এই বহরটি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)...