আগামী ৬ অক্টোবর থেকে ঘোষণা শুরু হবে এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি– এই ছয়টি শাখায় প্রদান করা হবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার। নোবেল পুরস্কারের যাত্রা শুরু হয় সুইডিশ রসায়নবিদ ও উদ্যোক্তা আলফ্রেড নোবেলের হাত ধরে। ডিনামাইট আবিষ্কার করে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। জীবনের শেষ দিকে এসে তিনি সিদ্ধান্ত নেন, তাঁর অর্জিত সম্পদ মানবকল্যাণে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতির জন্য ব্যয় হবে। সেই অনুযায়ী ১৯০১ সালে প্রথমবার নোবেল পুরস্কার দেওয়া হয়। প্রথমে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি শাখায় পুরস্কার দেওয়া হয়। পরবর্তীতে অর্থনীতিতে নোবেল পুরস্কার যুক্ত করা হয়। আলফ্রেড নোবেল নিজেই নির্ধারণ করেছিলেন বিভিন্ন শাখার পুরস্কার কে প্রদান করবে। পদার্থবিদ্যা ও রসায়নের পুরস্কার প্রদান করে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস, সাহিত্য...