ভারতীয় ক্রিকেটে পালাবদলের যে ধারা শুরু হয়েছিল, তা আরও স্পষ্ট হলো। শনিবার (৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে শুভমান গিলের নাম ঘোষণা করা হয়েছে। এই বছরের শুরুতে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলে গিলকে টেস্ট দলের অধিনায়ক করা হয়েছিল। এবার ওয়ানডে দলের নেতৃত্বও তার কাঁধে তুলে দেওয়া হলো। তবে নেতৃত্ব হারালেও দলে জায়গা ধরে রেখেছেন রোহিত। এছাড়া দলে ফিরেছেন বিরাট কোহলিও। আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিসিআই নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার। ওয়ানডে দলের সহ-অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারের পদোন্নতি হয়েছে। তবে টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি তার। আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারত তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর পার্থে এবং টি-টোয়েন্টি...