বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যদি বাংলাদেশের নির্বাচন বিলম্বিত হয়, তাহলে পুনরায় ফ্যাসিবাদের উদ্ভব ঘটতে পারে। তিনি শনিবার (৪ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করা, বিলম্বিত বা বানচাল করার পেছনে যে শক্তি কাজ করছে, তার পক্ষে একটি রাজনৈতিক দল কাজ করছে বলে আমাদের সন্দেহ।” তিনি আরও বলেন, “বাংলাদেশে সংবিধান অনুযায়ী বৈধ প্রক্রিয়া ছাড়া কোনো পক্ষ সংবিধান পরিবর্তন করতে পারবে না। যদি এমন হয়, আগামী দুই বা পাঁচ বছর পর আবারও সংবিধান সংশোধনের দাবি উঠবে।” তিনি জনগণের অভিপ্রায় প্রকাশের প্রসঙ্গেও বলেন, “গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের ইচ্ছা জানিয়েছে। এই ইচ্ছা বাস্তবায়নের জন্য আমরা সুপ্রিম কোর্ট ও আর্টিকেল...