১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। ব্যতিক্রম শুধু অধিনায়ক মিচেল মার্শ। ওপেনিংয়ে নেমে একটা প্রান্ত আগে হার না মানা সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। বলতে গেলে মার্শের একক পারফরম্যান্সে ভর করেই নাটকীয় এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া। মাউন্ট মুঙ্গানুইতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৩ উইকেট আর ২ ওভার হাতে রেখে হারিয়েছে মার্শের দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতেছিল অসিরা। দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার পর বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। শেষটি জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। লক্ষ্য ছিল ১৫৭ রানের। মার্শ ছাড়া অস্ট্রেলিয়ার প্রথম ছয় ব্যাটারের পাঁচজনই দশের নিচে আউট হয়ে যান। স্কোরকার্ডটা লাগছিল মোবাইল নম্বরের মতো। কিন্তু ওপেনার মার্শ হার মানেননি। ৫০ বলে সেঞ্চুরি হাঁকান। ৫২ বলে ৮ চার আর ৭ ছক্কায় ১০৩...