বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে হংকং ঢাকায় পৌঁছাবে ৬ অক্টোবর রাত ১টায়। আগামী ৯ অক্টোবর ঢাকা স্টেডিয়ামে ম্যাচ হলেও অতিথিরা লা মেরিডিয়ান হোটেলে থাকবেন বলে জানা গেছে। বাংলাদেশ-হংকং ম্যাচে এএফসি রেফারিজ প্যানেল চূড়ান্ত করেছে। এই ম্যাচে বাঁশি বাজাবেন কুয়েতের রেফারি সাউদ এমএমটিএ আলসামহান। কুয়েতের রেফারি সাউদ ২০২৩ সাল থেকে আন্তর্জাতিক রেফারির দায়িত্ব পালন করে আসছেন। ফিফার ওয়েবসাইটে ২০২৫ সালের জন্য কুয়েতের ৬ জন আন্তর্জাতিক রেফারির নাম দেখা গেছে। এর মধ্যে সাউদ অভিজ্ঞতার দিক থেকে চতুর্থ। রেফারির পাশাপাশি ভিডিও রেফারির কাজেও আলসামহানের দক্ষতা রয়েছে। রেফারির মতো সহকারী দুই রেফারিও থাকছেন কুয়েতি। সউদ আল রাশেদী ও তালাল শামারাই দুজনই ২০২৪ সালে সহকারী রেফারি হিসেবে আন্তর্জাতিক ব্যাজ পরেছেন। কুয়েতের ৮ জন আন্তর্জাতিক সহকারী রেফারি রয়েছে। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে খেলোয়াড় বদলে সমস্যা হওয়ায় চতুর্থ রেফারি আলোচনায়...