পুলিশ জানায়, স্থানীয় এক যুবক খালে মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।নিহতের ছেলে মো. শাকিল অভিযোগ করেন, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জানান, পারিবারিক জমি নিয়ে চাচাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার সঙ্গে তারাই জড়িত থাকতে পারেন।নিহতের ভগ্নিপতি সদর উপজেলা জামায়াতের আমীর হুমায়ুন কবীরও একই অভিযোগ করেন। তার দাবি, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।নিউজজি/নাসি নিহতের ছেলে মো. শাকিল অভিযোগ করেন, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জানান, পারিবারিক জমি নিয়ে চাচাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার সঙ্গে তারাই জড়িত...