সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থার (আইএমও) ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে প্যারালাল ইভেন্ট ২০২৫’-এ অংশগ্রহণ করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হতে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই ইভেন্টে অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের মন্ত্রী, কূটনীতিক, নৌপরিবহন খাতের বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা। এই অনুষ্ঠানে নৌপরিবহন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। নৌপরিবহন উপদেষ্টা ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর সাসটেইনেবল ওশানস’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করে বিশেষভাবে উন্নয়নশীল দেশগুলোর জন্য সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কৌশল ও উদ্যোগ তুলে ধরেন। তিনি বাংলাদেশসহ অন্যান্য দেশকে এই প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে যুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ড. সাখাওয়াত হোসেন তার আলোচনায় টেকসই সমুদ্র ব্যবস্থাপনা, নৌপরিবহন খাতে দক্ষ জনশক্তি উন্নয়ন, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং সমুদ্রসম্পদ সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি...