সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী সাহিদা বেগমকে (২৩) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রেজাউল করিমকে (৩৫) আটক করছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, আটক রেজাউল করিম ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জেরে সাহিদা বেগমের সঙ্গে কথা-কাটাকাটি হয় রেজাউল করিমের। একপর্যায়ে রেজাউল ঘরে থাকা বটি দিয়ে স্ত্রী সাহিদা বেগমের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই নিহত হন সাহিদা। এ ঘটনার পর এলাকাবাসী রেজাউল করিমকে আটকে রেখে গোলাপগঞ্জ...