কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর ভিডিও তৈরির অ্যাপ ‘সোরা’–তে বড় পরিবর্তন আনছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে চলচ্চিত্র নির্মাতা, টেলিভিশন প্রযোজক বা অন্যান্য কনটেন্ট ক্রিয়েটররা তাদের চরিত্র এবং সৃজনশীল উপাদান কীভাবে ব্যবহৃত হবে, তা নিয়ন্ত্রণ করতে পারবেন। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক ব্লগ পোস্টে লেখেন, ‘কপিরাইট মালিকরা এখন চরিত্র ব্যবহারের অনুমতি বা নিষেধাজ্ঞা নির্ধারণ করতে পারবেন। এতে তাদের কাজের ওপর স্বত্ব ও আয়–উভয়ের সুরক্ষা নিশ্চিত হবে।’ অল্টম্যান আরও জানান, চরিত্র বা কনটেন্ট ব্যবহারের অনুমতি দেওয়া হলে, ভবিষ্যতে আয় ভাগাভাগির ব্যবস্থাও চালু করা হবে। প্রাথমিকভাবে এটি সোরা অ্যাপে পরীক্ষামূলকভাবে কার্যকর করা হবে, পরে ওপেনএআইয়ের অন্যান্য পণ্যেও একই নীতি প্রয়োগের পরিকল্পনা রয়েছে। এআই–তৈরি ভিডিও কনটেন্টের ব্যবহার বাড়লেও, কপিরাইট ও নৈতিক অধিকার নিয়ে বিতর্কও সমানভাবে বাড়ছে। ইতোমধ্যে হলিউডসহ সৃজনশীল খাতের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন যে,...