দুর্গাপূজায় টানা ছয়দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার (০৪ অক্টোবর) সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যসহ পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বেনাপোল কাস্টম হাউসের কার্গো রেভিনিউ অফিসার আবু তাহের জানান,দীর্ঘ ছুটির পর বন্দরের কর্মচঞ্চলতা ফিরে এসেছে। তবে বন্দর এলাকায় কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক আটকে রয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজার সরকারি ছুটি ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ছিল। এই সময়ে পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ ছিল। শনিবার থেকে বাণিজ্য...