পশ্চিমবঙ্গের দুর্গাপূজায় কালিম্পংয়ে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে সিকিমে গ্যাংটকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গাড়ি পড়ে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯টায় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্র জানিয়েছে, পাহাড়ে এই মুহূর্তে এখন দশাই উৎসব চলছে। এই উৎসবে যোগ দিতে গত শুক্রবার রাত নয়টার দিকে সিকিমের বাসিন্দাদের নিয়ে একটি গাড়ি কালিম্পংয়ের পাথরঝোরা থেকে সিকিমের গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে কালিম্পং থানা এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের মেল্লি কিরণির উল্টো দিক থেকে অন্য একটি গাড়ি আসছিল। গাড়ির তীব্র আলোর কারণে গ্যাংটকের দিকে যাওয়া গাড়িটি গভীর খাদে পড়ে যায়। সিকিমে যাওয়ার গাড়িটির গতি এতটাই ছিল যে নিয়ন্ত্রন হারিয়ে মেল্লি কিরণি এলাকায় ৫০ ফুট গভীর খাদে পরে যায়। স্থানীয় বাসিন্দা...