মঞ্চে আগে থেকেই উপস্থিত ছিলেন জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সমান, ব্রাজিলের কাফু, ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো আর স্পেনের শাবি এরনান্দেস। চার বিশ্বজয়ীর হাতেই একটি করে ফুটবল। সবশেষ বল হাতে সেই মঞ্চে হাজির হলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। পাঁচ বিশ্বজয়ীর পেছনে বড় স্ক্রিণে ভেসে উঠল একটি বলের ছবি। সেখানে লেখা, ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল। আর এ বলের নাম ত্রিওন্দা। নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে আলোঝলমলে অনুষ্ঠানে এভাবেই উন্মোচিত হয়েছে পরের বিশ্বকাপের বল- ত্রিওন্দা। মনে প্রশ্ন জাগতে পারে, বলের নাম ত্রিওন্দা কেন? অ্যাডিডাসের নকশাকৃত এ বলের নাম নেওয়া হয়েছে স্প্যানিশ দুটি শব্দ ত্রি ও ওন্দা থেকে। ত্রি মানে তিন, আর ওন্দা মানে ওয়েভ বা ঢেউ। একসাথে করলে যার অর্থ দাঁড়ায় তিনটি ঢেউ। এটি আয়োজক তিনটি দেশকে প্রতিনিধিত্ব করে। বলের নকশাও করা হয়েছে...