১৯৭১ সালের পর থেকে কোনো রাজনৈতিক দল ইসলামকে ধারণ করেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। শনিবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী যুব আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। মুফতি ফয়জুল করীম বলেন, কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করতে পারলে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন সফল হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, তাই বাংলাদেশ আর ভারত বা আমেরিকার গোলামী করতে চায় না। তিনি আরও অভিযোগ করেন, ভারত এখনও বাংলাদেশের ওপর আধিপত্য প্রতিষ্ঠার কূটকৌশল চালিয়ে যাচ্ছে। ফয়জুল করিম বলেন, ভাষার কারণে দেশ ভাগ হয়নি, এদেশ ভাগ হয়েছে মুসলমানদের জন্য। ৪৭ এ মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল। ৭১-এ দেশ আলাদা হয়েছে, স্বাধীন হয়েছে ৪৭-এ। যার...