মাদারীপুরের শিবচরে ৬ দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। এর কারণে টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তারা। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন শিবচর উপজেলা শাখার সদস্যরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের শিবচর উপজেলা শাখার সভাপতি মো.ইমামাইল হোসেন বলেন, দীর্ঘদিন ধরেই তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দীর্ঘ আন্দোলনের পরও দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে ১ অক্টোবর থেকে ইপিআইসহ সব স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। দাবি পূরণ না...