সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ৪ অক্টোবর, ২০২৫, ১৫:৩৯:৩৬ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মুন্সীগঞ্জ:মুন্সগীঞ্জ সিরাজদিখানে মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়ায় এক কলেজ ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, স¤প্রতি উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করেন ওই ছাত্র। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িতরা কলেজ ছাত্র রুদ্র দাস(১৭) ও শোভন ঘোষকে (৩২) এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়।অভিযুক্তরা হলেন মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামের দুলাল দাসের ছেলে অপু দাস (৪৫),লিপু দাস(৪০), মিসু দাস(৩৮) লিও দাস(৩০), হরি শীলের ছেলে হৃদয় শীল(২৮),মানিক মণ্ডলের ছেলে অর্জন...