ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৪ মাস বাকি। সারাদেশের সকল সংসদীয় এলাকায় ক্রমেই জোরদার হচ্ছে বিভিন্ন দলের নির্বাচনী প্রস্তুতি। বিভিন্ন কৌশলে চলছে ভোটের প্রচার। সম্ভাব্য প্রার্থীরা বিরামহীনভাবে দৌড়ঝাঁপ করছেন। দিন যত যাচ্ছে, নির্বাচনী প্রচারে তারা ততই সরব হচ্ছেন।সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা এখন নিজ নিজ সংসদীয় এলাকায় নির্বাচনী প্রচারে ব্যস্ত। প্রতিদিনই গণসংযোগ করছেন। এছাড়া দলীয় বিভিন্ন কর্মসূচিসহ সামাজিক অনুষ্ঠান ও হাটবাজারে গিয়ে তারা সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলছেন, দোয়া চাচ্ছেন। ভোটের প্রচারে মাঠে থাকা রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে প্রতিটি সংসদীয় এলাকায় সুবিধাজনক স্থানগুলোতে তোরণ নির্মাণের পাশাপাশি ব্যানার ও প্ল্যাকার্ড সাঁটিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরও একটি কাজ জোরেশোরে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।...