নোয়াখালীর হাতিয়ায় চুরির দায়ে জাহেদ হোসেন নামে এক যুবককে সালিশি বৈঠকের কথা বলে ডেকে নিয়ে আটকে রাখা হয়। সকালে রাস্তার পাশে গাছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ বিএনপি নেতা সোহেল মাহমুদ তাকে হত্যা করেছে। শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকা থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত জাহেদ হোসেন উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকার মো. জাকেরের ছেলে। অভিযুক্ত সোহেল মাহমুদ হাতিয়া উপজেলার ২নং চানন্দী ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সাবেক সভাপতি। স্থানীয় সূত্র জানায়, জাহেদ কয়েকদিন আগে বিএনপি নেতা সোহেল মাহমুদের বাড়িতে মাসিক বেতনের ভিত্তিতে দিনমজুরের কাজে যোগ দেয়। ২-৩ দিন কাজ করে সে কাউকে না জানিয়ে সেখান থেকে নিজ বাড়িতে চলে আসে। এ সময় সোহেল মাহমুদের ঘরের আলমারির চাবি, মোবাইল...