আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর গণসংযোগে আওয়ামী লীগ নেতার উপস্থিতিকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর কাজী বাড়ি এলাকায় অনুষ্ঠিত এক গণসংযোগে আওয়ামী লীগ নেতা সায়েদ আল মাহমুদের উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। জানা যায়, স্থানীয়ভাবে পরিচিত সায়েদ আল মাহমুদ বড়উঠান ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি। তিনি জুলাই-আগস্টে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোর বিরোধিতাকারী হিসেবে আলোচিত বলে জানা গেছে। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পোস্ট ব্যাপক বিতর্ক তৈরি করেছিল, যেখানে তিনি লিখেছিলেন, ‘আর করিস না জুলাই জুলাই, এবার হবে গণধোলাই।’ বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক মহল এবং জামায়াতের কর্মী-সমর্থকদের...