ভারতের সহ-অধিনায়ক রবীন্দ্র জাদেজা তার দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করলেন। অপরাজিত শতকের সঙ্গে নিলেন চার উইকেট।তার অলরাউন্ড পারফরম্যান্সে তিন দিনের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ভারত দ্বিতীয় দিন শেষে ৪৪৮/৫ স্কোর রেখে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ২৮৬ রানে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে আরও করুণভাবে ভেঙে পড়ে, মাত্র ৪৫.১ ওভারে ১৪৬ রানে অলআউট। বল হাতে জাদেজা নেন ৪ উইকেট, ৫৪ রানে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৪ অক্টোবর নয়াদিল্লিতে। খেলার পর ভারতের অধিনায়ক শুভমান গিল বলেন, ‘সত্যি বলতে, আমাদের জন্য এটা একদম পারফেক্ট ম্যাচ ছিল। তিনটা শতক, দারুণ ফিল্ডিং। অভিযোগের কিছুই নেই। ’ প্রথম দিন পিচে ছিল পেসারদের দাপট। মোহাম্মদ সিরাজ (৪/৪০ ও ৩/৩১) এবং জসপ্রিত বুমরাহ (৩/৪২)...