শনিবার (৪ অক্টোবর) সকালে নিয়মিত কাজে যোগ দিতে এসে শ্রমিকরা ফটকে তালা ঝুলতে দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভে নামেন। শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। এর আগেও গত ২৯ সেপ্টেম্বর একই দাবিতে আন্দোলন হয়েছিল। সে সময় মালিকপক্ষ ৩০ সেপ্টেম্বরের মধ্যে এক মাসের বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। শনিবার সকালে কারখানা চালু হওয়ার কথা থাকলেও গেটের সামনে তালা ও নোটিশ ঝুলতে দেখে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। নোটিশে জানানো হয়, আগামী ৭ অক্টোবর বেতন প্রদান করা হবে এবং ৮ অক্টোবর থেকে কারখানা পুনরায় চালু করা হবে। শ্রমিক প্রতিনিধি শামীম অভিযোগ করে বলেন, “প্রথমে আমাদের ১৮ সেপ্টেম্বর বেতন দেওয়ার কথা ছিল। পরে ১ অক্টোবর নতুন তারিখ দেওয়া হয়। কিন্তু কোনো প্রতিশ্রুতিই রক্ষা...