শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সায়দাবাদ, যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল, গাবতলী ও সদরের এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। কমলাপুর রেল স্টেশনে কথা হয় বেসরকারি একটি অফিসের কর্মকর্তা হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘লম্বা ছুটি পেয়ে গত মঙ্গলবার বিকালে অফিস শেষ করে বাড়ি গিয়েছিলাম। কাল (রবিবার) অফিস খোলা। তাই কোনও ধরনের দুর্ভোগের মুখে যেন পরতে না হয়, সেটি বিবেচনা করেই আজ ঢাকায় ফিরছি।’ সায়েদাবাদ বাস টার্মিনালে কথা হয় সরকারি অফিসে কর্মরত এক নারীর সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বড় ছুটি হওয়ায় ঈদের মতোই ঢাকায় ফিরতি যাত্রীর চাপ রয়েছে। দুর্ভোগ এড়াতে সকাল সকাল ঢাকায় ফিরেছি।’ অপরদিকে, রাজধানীর প্রধান সড়কগুলো এখনও কিছুটা ফাঁকা। দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, আজিমপুর ও পল্টনে এলাকায়...