০৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পিএম আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে পালিত হয়েছে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে বিশেষ তালীমী মাহফিল। বিশ্ববিখ্যাত সুফি সাধক হযরত গাউসে পাক বড়পীর হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী (রহ.)-এর পবিত্র উফাত দিবস উপলক্ষে আয়োজিত এ মাহফিলে হাজারো আশেকান-মুরিদান, আলেম-উলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। শুক্রবার (৩ অক্টোবর) বাদ মাগরিব থেকে শুরু হয়ে দিবাগত রাত পর্যন্ত পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ নাত, গাউসুল আজম (রহ.)-এর জীবন ও কর্মভিত্তিক আলোচনা, খতমে কাদরীয়া, জিকির আজকার, মিলাদ কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। তালীম এবং গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর ও ঐতিহ্যবাহী ফান্দাউক...