০৪ অক্টোবর ২০২৫, ০৩:১৪ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম মধ্যপ্রাচ্যে বহু বছরের যুদ্ধ-সংঘাত ও অশান্তির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অঞ্চলটি স্থায়ী শান্তির খুব কাছাকাছি চলে এসেছে। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে ইতিবাচক সাড়া আসায় তিনি এটিকে ‘অভূতপূর্ব পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন। আরব বিশ্বের সহযোগিতায় গড়ে ওঠা এই চুক্তিকে তিনি ভবিষ্যতের জন্য এক বড় অর্জন হিসেবে দেখছেন। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির জন্য ২০ দফা সম্বলিত একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেন। এই পরিকল্পনায় ইসরায়েল দ্রুত সম্মতি জানালেও, শুরুতে নীরব থাকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। অবশেষে ২০২৫ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের পর হামাস পরিকল্পনায় রাজি হয়। এতে যুদ্ধের অবসান, ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং গাজার প্রশাসনিক ক্ষমতা...