গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের উলপুরে এবং গতকাল শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে শহরের কাঁচাবাজার ব্রিজের কাছে এই দুটি পৃথক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা গ্রামের বাসিন্দা মণি মোহন বিশ্বাস (৬৫) ও গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা দুলাল শেখ (২৮)। উলপুরে ঘটে যাওয়া বাস দুর্ঘটনার বিষয়ে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) মোল্লা মোহাম্মদ আফজাল হোসেন বলেন, খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী...