গত দুই বছরের আলু চাষের লোকসান কাটিয়ে উঠতে পারেননি নীলফামারীর ছয় উপজেলার কৃষকেরা। তবে চলতি মৌসুমে আগাম জাতের আলু চাষ করে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় নতুন স্বপ্ন বুনছেন তাঁরা। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকেরাই প্রতিবছর দেশের মধ্যে প্রথম আগাম আলু চাষ শুরু করেন। এবারে বাজারে আলুর দর অনিশ্চিত হলেও ঝুঁকি নিয়েই ব্যস্ত সময় পার করছেন তাঁরা। কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর গ্রামের কৃষক আব্দুর রউফ জানান, গত দুই বছর ধরে আলু চাষ করে শুধু লোকসান গুনছি। বুক বেঁধে এবার ১৫ বিঘা জমিতে আগাম জাতের আলু চাষ করেছি। ফলন ভালো হলে আশা করি ভালো দাম পাওয়া যাবে। একই গ্রামের কৃষক নিয়ামত উল্লাহ বলেন, এই স্বল্পমেয়াদী আলু জাত আমাদের কয়েক বছর ধরে দ্বিগুণ লাভ দিয়েছিল। কিন্তু গত দুই বছর লোকসানে পড়তে হয়েছে। তবুও এ বছর...