‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার (৬ অক্টোবর) উদযাপিত হবে ‘বিশ্ব বসতি দিবস’। শনিবার (৪ অক্টোবর) গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে জানানো হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বর্ণাঢ্যভাবে দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব বসতি দিবস ২০২৫’ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন– গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ, মিজ গোয়েন লুইস। আগামী ৬ ও ৭ অক্টোবর দিবসটি উপলক্ষে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে রিহ্যাব, রাজউক, স্থাপত্য, নগর পরিকল্পনাসহ গৃহায়ন...