খাগড়াছড়ি:খাগড়াছড়ি সদর উপজেলায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবার ও ব্যবসায়ীদের মধ্যে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ। শনিবার (৪ অক্টোবর) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এদিন ক্ষতিগ্রস্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ ও এক বস্তা চাল বিতরণ করা হয়। এ সময় চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। প্রাথমিক সহায়তা...