ডাকাতির ঘটনাটি পেছন থেকে অন্য একটি গাড়ির যাত্রী এক মিনিটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে, সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সড়কের নিরাপত্তা কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা। ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী ঢাকার ধানমন্ডির বাসিন্দা ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, তারা বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন। যমুনা সেতুর প্রায় এক কিলোমিটার আগে কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে দেখেন ২৫ থেকে ৩০ বছর বয়সী ১০ থেকে ১২ জনের একটি দল একটি প্রাইভেটকারের গ্লাস ভাঙচুর করে লুটপাট চালাচ্ছে। ডাকাতদের পরনে লুঙ্গি থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না। প্রত্যেকের হাতে তিন-চার ফুট লম্বা রামদা বা সামুরাই ছিল। যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সড়কের পাশের ধানক্ষেতের অন্ধকারে পালিয়ে যায় তারা।...