পানিতে ডুবে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। নওগাঁ:নওগাঁর মহাদেবপুরে গতকাল বিজয়া দশমীর দিনে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে রনি চন্দ্র পাল (১৪) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়।নিখোঁজ হওয়ার একদিন পর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের সাবেক ব্রিজের দক্ষিণ পার্শ্বে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে বৃহস্পতিবার বিকেলে আত্রাই নদীর প্রেমতলী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রনি পার্শ্ববর্তী মান্দা উপজেলার মদনচক বানডুবি গ্রামের রঞ্জিত চন্দ্র পালের ছেলে ও বানডুবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, নিহত রনি দুর্গা পূজা দেখতে তার ফুফুর বাড়ি কুঞ্জবন আসে। সেখানে তার ফুফাতো ভাই প্রান্তজিৎ হালদারের সাথে কুঞ্জবন শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের প্রতিমার নৌকায়...