ঢাকা:অধ্যাপক পঞ্চানন নিয়োগী ছিলেন একজন গ্রিফিথ পুরস্কার প্রাপ্ত খ্যাতনামা বাঙালি রসায়নবিদ। পঞ্চানন নিয়োগীর জন্ম ১৮৮৩ সালের ৪ অক্টোবর বৃটিশ ভারতের হুগলি জেলার হোরা গ্রামে।তার পড়াশোনা কলকাতায়। রসায়নশাস্ত্রের অত্যন্ত মেধাবী ছাত্র প্রেমচাঁদ রায়চাঁদ স্কলার ছিলেন। রসায়নে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯০৪ -০৬ খ্রিস্টাব্দে বঙ্গীয় সরকারের গবেষক ছিলেন। তার গবেষণার বিষয় ছিল—রসায়ন বিজ্ঞানে প্রাচীন ভারতে মৌল আকরিক—লোহা ও তামার ইতিহাসের উপর।১৯০৬ খ্রিস্টাব্দে গ্রিফিথ পুরস্কার এবং ১৯১৮ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচ-ডি লাভ করেন তিনি। তবে ১৯০৭ খ্রিস্টাব্দেই কর্মজীবন শুরু করেন বর্তমানে বাংলাদেশের রাজশাহী কলেজে রসায়ন শাস্ত্রের অধ্যাপনা দিয়ে। এরপর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ (১৯২১ - ২৫) ও প্রেসিডেন্সি কলেজে (১৯২৫ - ৪২) । এই দীর্ঘ সময়ের অধ্যাপনার পর তিনি মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষ হন।ধাতুবিদ্যার গবেষণা ছাড়াও তিনি নাইট্রোজেনের স্টেরিওকেমিস্ট্রি (stereochemistry of...