বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে "জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের করণীয়" শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে দিনব্যাপী এই সংলাপের আয়োজন করা হয়। দেশের খ্যাতনামা ক্যানসার গবেষক ডা. এস এম সরওয়ার এতে সভাপতিত্ব করেন।'ধর্ম-আকিদা যার যার, বাংলা ইসলামী সমন্বয় পরিষদ সবার'—এই স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ইসলামিক কো-অর্ডিনেশন কাউন্সিল কাজ করছে। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে সাহসী পুরুষ সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ক্যানসার গবেষক অধ্যক্ষ ডা. এস. এম সরওয়ার দেশ ও ইসলামের সেবায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।অনুষ্ঠানের সভাপতির ভাষণে তিনি বলেন, জাতীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সংশোধন ও বিয়োজনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল রাজনৈতিক দলের...